ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে হলুদ রঙের কচ্ছপ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
ফরিদপুরে হলুদ রঙের কচ্ছপ উদ্ধার

ফরিদপুর: ফরিদপুরে হলুদ রঙের বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে সদর উপজেলার অম্বিকাপুর এলাকার বিশ্বাস ডাংগী থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে ফরিদপুর জেলা সামাজিক বন বিভাগ কচ্ছপটি উদ্ধার করে। বর্তমানে কচ্ছপটি ফরিদপুর সদরের গঙ্গাবর্দীতে বন বিভাগের জলাধারে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার নদীসংলগ্ন একটি খালে বন্যার পানিতে জাল ফেলে মাছ ধরছিলেন অম্বিকাপুর গ্রামের রিয়াদ নামের এক যুবক। একপর্যায়ে তার জালে হলুদ রঙের ওই কচ্ছপটি ধরা পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারী বলেন, কচ্ছপটি একেবারেই নতুন প্রজাতির। এটি হলুদ রঙের। কচ্ছপটির ওজন আনুমানিক দেড় কেজি এবং ব্যাসার্ধ ৮ ইঞ্চি।

বাগেরহাটের সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবীর হাওলাদার বলেন, এটি সুন্ধিজাতীয় কচ্ছপ হয়ে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।