ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে নিরাময় কেন্দ্রের কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে নিরাময় কেন্দ্রের কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় রনি (৩০) নামে এক মাদকাসক্ত যুবককে মাদক নিরাময় কেন্দ্রে আনতে গিয়ে রাজিব পাল নামে একজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় রাশেদ খান নামের আরো এক যুবককে গুরুতর আহতাবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (২২ আগস্ট) রাতে শহরের কাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজীব পাল (৩২) নারায়ণগঞ্জ জেলার কেশ্রী পালের ছেলে।  

নিহত রাজিব পাল ও রাশেদ জেলা শহরের ফুলবাড়িয়ার ‘প্রয়াস রিহ্যাবিলিটেশন সেন্টার’ নামের একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মী ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা শানু মিয়া তার মাদকাসক্ত ছেলে রনিকে (৩০) মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর জন্য আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে শহরের ফুলবাড়িয়াস্থ প্রয়াস মাদক নিরাময় কেন্দ্রের একটি টিম রাতে রনিকে তার কাজী পাড়া বাসা থেকে আনতে যান। তখন রনি ক্ষিপ্ত হয়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করেন। এতে রাজীব ও রাশেদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন।  

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। এ ঘটানয় রনির বাবা শানু মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।