ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বনানীর অগ্নিকাণ্ডে দুই গৃহকর্মীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
বনানীর অগ্নিকাণ্ডে দুই গৃহকর্মীর মৃত্যু

ঢাকা: রাজধানীর বনানী এলাকায় ১০ তলা ভবনের চারতলায় অগ্নিকাণ্ডের ঘটনায় মীম (১৭) ও স্বপ্না (১৬) নামে দুই গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া।

তিনি জানান, রোববার (২২ আগস্ট) রাতে বনানী ৩ নম্বর রোডে এফ ব্লকের ৭৯ নম্বর ১০ তলা ভবনের ৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পরে ওই ভবনের ভেতর থেকে দুই গৃহকর্মীকে উদ্ধার করে মেট্রোপলিটন হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের সময় প্রচণ্ড ধোয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, রোববার দিনগত রাত ১টা ৫৬ মিনিটে বনানীর ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নেভায়। পরে বাথরুমের ভেতর থেকে দুই মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় আরও একজন মেয়ে আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ তদন্তের পরই বলা যাবে।

পরে বনানী থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।