ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বেড়িবাঁধ নির্মাণ কাজ সেনাবাহিনীকে দেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
বেড়িবাঁধ নির্মাণ কাজ সেনাবাহিনীকে দেওয়ার দাবি

ঢাকা: লক্ষীপুরের রামগতি ও কমলনগরের নদী ভাঙনরোধে বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়েছে রামগতি ও কমলনগর নদী তীর রক্ষা বাঁধ ঐক্য পরিষদ।

সোমবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে পরিষদটি আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে পরিষদের আহ্বায়ক মো. আব্দুজ্জাহের সাজু বলেন, রামগতি ও কমলনগরের নদী ভাঙনে হাজারও ঘর-বাড়ি, অসংখ্য স্কুল-কলেজ, মাদরাসা, মসজিদসহ অনেক হাট বাজার ও ব্যবসায় প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাই নদী ভাঙন কবলিত এলাকার মানুষগুলো মানবেতর জীবনযাপন করছেন।  

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামগতি ও কমলনগরের বেড়িবাঁধের কাজের জন্য তিন হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে নদী ভাঙন কবলিত অসহায় মানুষের মুখে হাসি ফিরিয়ে দিয়েছেন। এই হাসিটি যাতে চিরস্থায়ী হয় তাই আমাদের অনুরোধ ওই বেড়িবাঁধ প্রকল্পটি সুষ্ঠু ও দীর্ঘস্থায়িত্বের বিষয়টি নিশ্চিতের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে করানো হোক।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল আমিন রাজু, সদস্য সচিব আবুল কাশেম, লক্ষীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
ডিএন/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।