টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রীকে হত্যা করার তিন দিন পর স্বামী আলফাজ মিয়া (৪৫) আত্মহত্যা করেছেন।
সোমবার (২৩ আগস্ট) উপজেলার এলাসিন তার নিজ বাড়ির কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি দুপুরে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২০ আগস্ট আটিয়া বৃদ্ধাশ্রমের পুকুর থেকে স্ত্রী বানু বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার প্রধান আসামি ছিলেন স্বামী আলফাজ মিয়া। সকালে আলফাজ মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
আরএ