সাভার (ঢাকা): সাভারের বিরুলিয়ায় অবৈধভাবে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (২৩ আগস্ট) দুপুরে বিরুলিয়ার খাগান এলাকায় অবস্থিত এপারেল ভিলেজ লিমিটেড (কাজল গার্মেন্ট) কারখানার সামনে বিক্ষোভ করে ছাঁটাইকৃত শ্রমিকরা।
শ্রমিকরা জানায়, গত বছর করোনার সময় প্রায় এক হাজার শ্রমিককে অবৈধভাবে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। সেই শ্রমিকরা তাদের পাওনাদির জন্য বিভিন্ন সময় কারখানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে কারখানা কর্তৃপক্ষ আশ্বাস দেয়। কিন্তু পরে কোনো খোঁজ রাখেনি। শ্রমিকরা কারখানায় এলেই শুধু আশ্বাস দেয়। এ অবস্থায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। তাই বাধ্য হয়ে আজ শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করেছে।
এ বিষয়ে এপারেল ভিলেজ লিমিটেড (কাজল গার্মেন্ট) কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তারা অপারগতা প্রকাশ করেন।
স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি আল কামরান বাংলানিউজকে বলেন, এ কারখানায় শ্রমিকদের অবৈধভাবে ছাঁটাই করা হচ্ছে। শ্রমিকদের পাওনা না দিয়ে ঘুরাচ্ছে। আজ এই বিষয়টি নিয়েই আন্দোলন করেছি আমরা। শ্রমিকদের পাওনাদি না দেওয়া হলে আন্দোলন চালিয়ে যাবো।
এসময় এ আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাশ, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, শ্রমিক নেতা আনিসুর রহমান, আহমেদ জীবন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
আরএ