ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের তিতাস নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।
সোমাবার (২৩ আগস্ট) দুপুরে ইউনিয়নের সীতারামপুর বাজারে নদীর দুই তীরের শতাধিক লোকজন ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ফেরি চালু করলে নদীর তীরে ৩০ ফুট গভীর করতে হবে। ফলে তীরের আশপাশের বাড়িঘর বিলীন হয়ে যাবে। বালু বিক্রি করে ফায়দা লুটবে প্রভাবশালীরা, ফলে ক্ষতি হবে কৃষকের শত শত ফসলি জমি। তাই আমরা এখন আর ফেরি চাই না। নির্মাণাধীন সেতুটির কাজ দ্রুত শেষ করা হোক।
এ সময় সাবেক ইউপি সদস্য কালণ মেম্বার, আউয়াল মিয়া, সাহেব আলী মিয়া, শাহিন মিয়া, নবী মিয়া, মুহিন, মুসা মিয়া আশু মীয়াসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ জানান তারা।
জানা যায়, তিতাস নদীর সীতারামপুর ঘাট থেকে নবীনগর সদরের সঙ্গে সংযোগ সেতু তৈরি হচ্ছে। সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধানে ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সেতুটি। আগামী ডিসেম্বর মাসে এই সেতুর কাজ শেষ হওয়ার কথা।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
আরএ