ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

৫ বছরের সাজা এড়াতে আত্মগোপন, ১ যুগ পর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
৫ বছরের সাজা এড়াতে আত্মগোপন, ১ যুগ পর গ্রেফতার

বাগেরহাট: পাঁচ বছরের সাজা এড়াতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি মো. আনোয়ার শেখ (৩৭) নামে এক ব্যক্তির। অবশেষে তাকে ধরা পড়তে হয়েছে পুলিশের হাতে।

 

রোববার (২১ আগস্ট) দিনগত গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার পারনওয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার হন আনোয়ার।  

এর আগে ২০০৯ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় পাঁচ বছরের সাজা হয় তার। এরপর থেকেই পলাতক ছিলেন আনোয়ার।  

গ্রেফতারকৃত আনোয়ার পারনওয়াপাড়া গ্রামের মোজাম শেখের ছেলে। নারী ও শিশু নির্যাতন মামলা ছাড়াও তার নামে চুরি, বিস্ফোরক আইন ও বিশেষ আইনে মোট পাঁচটি মামলা রয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহমুদ হাসান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় সাজা হওয়ার পর থেকে আনোয়ার শেখ পলাতক ছিলেন। মাঝে মধ্যে গোপনে তিনি বাড়ি আসতেন। রোববার রাতেও তিনি বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে গভীর রাতে বাগেরহাট মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে আনোয়ারকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আনোয়ারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।