পাবনা (ঈশ্বরদী): ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় ট্রাকের ধাক্কায় মৃদুল সরকার (২৫) ও তার স্ত্রী রিয়া খাতুন (১৮) নিহত হয়েছেন।
সোমবার (২৩ আগস্ট) সকাল ৭টায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কের নির্মাণাধীন রূপপুর পারমাণবিক প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়া ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের যুক্তিতলা পূর্বপাড়ার বাবুর মেয়ে। মৃদুল সরকার কু্ষ্টিয়ার মিরপুর উপজেলার গোপালপুরের নলদা গ্রামের আজিম উদ্দিন সরকারের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক প্রকল্পে শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রীকে শ্বশুরবাড়িতে নামিয়ে দিয়ে কর্মস্থলে যোগদান করার জন্য মৃদুল সোমবার সকাল ৭টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে রিয়াকে নিয়ে পাকশির দিকে আসছিলেন। তারা রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কু্ষ্টিয়াগামী একটি বেপরোয়া ট্রাক ওভারটেক করতে গিয়ে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ঢুকে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রিয়ার মৃত্যু হয়। এ সময় কৌশলে দ্রুত ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক।
খবর পেয়ে পাকশি হাইওয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় মৃদুলকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার শফিকুল ইসলাম শামিম বাংলানিউজকে জানান, মাথায় প্রচণ্ড আঘাত লেগেছিল মৃদুলের। এছাড়া অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকশি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, তারা চালকসহ ট্রাকটি আটকের চেষ্টা করছেন।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ২৩ আগস্ট ২০২১
আরএ