বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় পুকুরের পানিতে ডুবে আরিফা আক্তার জুই নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার খুড়িয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে শিশু আরিফা খেলতে খেলতে বসতঘর সংলগ্ন পুকুরে পড়ে যায়। একপর্যায়ে পরিবারের লোকজন তাকে না দেখে খুঁজতে থাকে এবং পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. প্রিয় গোপাল বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ২৩ আগস্ট, ২০২১
আরএ