রাঙামাটি: প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস লাগিয়ে জয় দে (২৪) নামে পুলিশের এক সদস্য আত্মহত্যা করেছেন।
সোমবার (২৩আগষ্ট) সকালে রাঙামাটি সদরে সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় আরশিনগর পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে।
জয় চট্টগ্রামের রাউজান উপজেলার জালালীহাট এলাকার রণজিৎ দে’র ছেলে।
জানা গেছে, জয়ের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় সময় তিনি ক্যাম্পে থাকার সময় ওই মেয়ের সঙ্গে ফোনে ঝগড়া করতেন। অবশেষে ওই মেয়ে তার প্রেমকে অস্বীকৃতি জানালে পুলিশ ক্যাম্পে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন জয়।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর মোদ্দাছ্ছের হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রেমঘটিত কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন পুলিশ সদস্য জয়। তবে আমরা আরও কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এসআরএস