বরিশাল: গেল কয়েকদিনের থমথমে পরিস্থিতি কাটিয়ে অনেকটাই স্বাভাবিক বরিশাল। প্রশাসনিক ও রাজনৈতিক দ্বন্ধ ইতোমধ্যে পৌঁছেছে সমঝোতার টেবিলে।
নগরাবাসীও আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান হওয়ার বিষয়ে আশাবাদী। পাশাপাশি এ সমাধানে নগরবাসী খুশি হওয়ার কথাই বলেছেন। সুশীল সমাজের নাগরিকদের মতে, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করবে, যাতে শহরের শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।
এদিকে আলোচনা হলেও মামলা প্রত্যাহারে প্রক্রিয়া সময় সাপেক্ষ ব্যাপার বলে জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর।
তিনি বলেন, আলোচনায় মামলার বিষয়ে কথা হয়েছে। সেখানে তাদের দায়েরকৃত দু’টি মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করে নেবেন। সেক্ষেত্রে আইনগত কিছু ব্যাপার রয়েছে, সেটা করতে কিছুদিন হয়তো সময় লাগবে।
এদিকে আলোচনার বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, সমাজে নানা ধরনের ঘটনা ঘটে। সেগুলোর সামাজিক, আইনগত বা অন্য যে সমস্ত সুষ্ঠু সমাধানের পথ আছে, সেখান থেকে সব সমাধানই খুঁজে পাওয়া যাবে।
আমরা যারা আলোচনা করেছিলাম, তারা সবাই একমত হয়েছি যে- আমরা সবাই বরিশালের ভালো চাই, বরিশালে সুন্দর আইন-শৃঙ্খলা চাই, বরিশালের সুন্দর উন্নয়ন চাই। যাতে সামনের দিনগুলোতে আমরা সবাই আইন-শৃঙ্খলাকে সমুন্নত রাখতে পারি, পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে পারি সে রকমই একটি উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা যারা রাষ্ট্রের সরকারি কর্মচারী এবং জনপ্রতিনিধি ও সামাজিক রাজনৈতিক নেতা সবাই মিলে একসঙ্গে সুন্দরভাবে কাজ করবো। এটাই হলো আমাদের একসঙ্গে চলা, একসঙ্গে কাজ করারই সুন্দর সমাধান বা সলিউশন। আমরা এক লক্ষ্যে কাজ করবো সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে।
গত ১৮ আগস্ট রাতে নগরের সিঅ্যান্ডবি সড়কে উপজেলা পরিষদ কম্পাউন্ডে ব্যানার অপসারণকে কেন্দ্র করে ইউএনও’র নিরপত্তায় থাকা আনসার, সিটি করপোরেশনের স্টাফ, পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে রাতভর হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইউএনও’র নিরাপত্তায় আনসারদের শটগানের গুলিতে গুলিবিদ্ধ হওয়াসহ পুলিশের হামলায় সিটি করপোরেশনের স্টাফ ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আহত হওয়ার যেমন অভিযোগ ওঠে, তেমনি ইউএনও’র সরকারি বাসভবনেও হামলার অভিযোগ করা হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান, পুলিশের পক্ষে উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল মল্লিক, সিটি করপোরেশনে পক্ষে রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার, প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম খোকন পাল্টাপাল্টি চারটি মামলা দায়ের করেন। আর এ মামলাগুলোতে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম আসামি হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এমএস/আরবি