ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে তক্ষকসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
বরিশালে তক্ষকসহ আটক ৫

বরিশাল: বরিশাল নগরের ধান গবেষণা রোড এলাকায় অভিযান চালিয়ে তক্ষকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া এলাকার মো. ছালেক হাওলাদার (৫৫), বরিশাল নগরের ধান গবেষণা রোড এলাকার দেলোয়ার হোসেন (৬০) ও হনুফা বেগম (২৫), শিকদার পাড়া দুরানী বাড়ি এলাকার মো. নিজাম উদ্দিন দুরানী (৩৪) এবং শেরে বাংলা সড়কের চৌহুতপুরের মো. সুমন আকন (৩২)।

সোমবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১২ টা দিকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

মিডিয়া সেল জানায়, গেলো রাতে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম কোতোয়ালি মডেল থানার ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা রোডের খেয়াঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি তক্ষকসহ পাঁচজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বন্যপ্রাণী অবৈধ চোরাচালানের কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া উদ্ধার করা তক্ষক বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা বিভাগে হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে মিডিয়া সেল।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।