ঢাকা: তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ৩০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করা হচ্ছে।
সোমবার (২৩ আগস্ট) দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ৩০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ১০ জনের বক্তব্য গ্রহণ করা হয়েছে। বর্তমানে তাদের বক্তব্য ও সরবরাহকৃত রেকর্ডপত্র যাচাইয়ের কাজ চলছে।
এছাড়া বাকি ২০ কর্মকর্তা-কর্মচারীকে আগামী ৫-৮ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে হাজির হয়ে তাদের বক্তব্য দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এসএমএকে/আরবি