ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে তাদের সন্তান।
সোমবার (২৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলার উরখুলিয়া ও ভৈরবনগর গ্রামের মাঝামাঝি স্থানে তিতাস নদীতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- নবীনগর উপজেলার কাইতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে রিয়াদ (৩০) ও তার স্ত্রী লিজা আক্তার (২৫)। এ ঘটনায় তাদের সন্তান মারিয়া (৮) নিখোঁজ রয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, রিয়াদ তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে স্ত্রী-সন্তানকে নিয়ে নৌকায় করে ঘুরতে বের হন। এ সময় নদীতে একটি স্পিডবোট যাওয়ার সময় প্রবল ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। পরে নদী থেকে রিয়াদ ও তার স্ত্রী লিজার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশু মারিয়া নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
আরএ