ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বান্দরবানে কর্মহীনদের মধ্যে সেনাবাহিনীর সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
বান্দরবানে কর্মহীনদের মধ্যে সেনাবাহিনীর সহায়তা কর্মহীনদের মধ্যে সেনাবাহিনীর মানবিক সহায়তা

বান্দরবান: করোনা পরিস্থিতে বান্দরবানে কর্মহীন হয়ে অসহায় শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বান্দরবান সেনা জোন। সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ ত্রাণ দেওয়া হয়।

স্বাস্থ্যবিধি মেনে সোমবার (২৩ আগস্ট) সকালে বান্দরবানের জিমনেসিয়ামে এ সহায়তা তুলে দেন বান্দরবান সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি।

এ সময় আখতার উস সামাদ রাফি বলেন, করোনা পরিস্থিতিতে আমরা আমাদের নিজেদের বরাদ্দকৃত রেশন এবং নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহকৃত খাদ্যসামগ্রী অসহায়দের মধ্যে দিয়েছি। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  
 
খাদ্য সহায়তা বিতরণকালে একই জোনের উপ-অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হক রাসেল, জোন স্টাফ অফিসার ক্যাপ্টেন মু. ফারহান ইশরাক চৌধুরীসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।