সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে এক হাজার ৯১০ পিস ইয়াবা ও ২৮৫ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-১২ সদস্যরা।
সোমবার (২৩ আগস্ট) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।
রোববার (২২ আগস্ট) রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটক দু’জন হলেন- পৌর এলাকার রহমতগঞ্জ দুই নম্বর গলির আব্দুল লতিফ মোল্লার ছেলে মোহাম্মদ রানা (২২) ও কাজিপুর উপজেলার খুদবান্ধির মৃত রসুল মিয়ার ছেলে সুমন রেজা (২২)।
বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রোববার (২২ আগস্ট) রাতে সিরাজগঞ্জ পৌরসভার রেলগেইট এলাকা থেকে এক হাজার ৯১০ পিস ইয়াবাসহ সুমনকে আটক করা হয়। একই রাতে জেলা শহরের রহমতগঞ্জ এলাকা থেকে নেশা জাতীয় ২৮৫টি ইনজেকশনসহ রানাকে আটক করা হয়। আটক ওই দুই মাদকবিক্রেতার বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এসআরএস