গাইবান্ধা: গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাটে ফেরি সার্ভিস চালুর নামে ১৪৫ কোটি টাকা অপচয়-লুটপাটের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন-সমাবেশ করেছে জেলা নাগরিক মঞ্চ।
সোমবার (২৩ আগস্ট) দুপুরে গাইবান্ধা ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এতে সভাপতিত্ব করেন নাগরিক মঞ্চের সিনিয়র সদস্য ওয়াজিউর রহমান রাফেল। বক্তব্য রাখেন- জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, নাগরিক মঞ্চের সদস্য সচিব ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিম পারভেজ, ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাড. আশরাফ আলী প্রমুখ।
বক্তারা বলেন, গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ফেরি সার্ভিস চালুর জন্য ১৪৫ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধার বালাসীতে টার্মিনাল ও অবকাঠামো নির্মাণ করার পর বিআইডব্লিউটিএ বলেছে নাব্যতা সংকটে এ পথে ফেরি চলাচল সম্ভব নয়। তাই এই প্রকল্পটি রাষ্ট্রীয় অর্থের অপচয় ও লুটপাট ছাড়া আর কিছু নয়।
তারা আরো বলেন, এতগুলো টাকার একটি প্রকল্প কোনো প্রকার যাচাই বাছাই সম্ভাব্যতা পরীক্ষা ছাড়াই খরচ করা হলো, এটা গাইবান্ধাবাসীর সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই না। এ ঘটনার মধ্যদিয়ে গাইবান্ধাবাসীর সঙ্গে বড় ধরনের প্রতারণা করা হয়েছে। কার লুটপাটের স্বার্থে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে তা গাইবান্ধার মানুষ জানতে চায়। সেইসঙ্গে অবিলম্বে বালাসী-বাহাদুরাবাদ ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়নেরও দাবি করা হয় সমাবেশ থেকে। এবং এই ১৪৫ কোটি টাকা অপচয় লুটপাটের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
আরএ