ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বাবা-মায়ের কোলে ফিরলো সেই শিশু

সোহাগ হায়দার, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
বাবা-মায়ের কোলে ফিরলো সেই শিশু বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হচ্ছে শিশু নিরবকে

পঞ্চগড়: দেশের অন্যতম নিউজপোর্টাল বাংলানিউজের পঞ্চগড় ও ব্রাহ্মণবাড়িয়ার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টের সহযোগিতায় অবশেষে বাবা-মায়ের কোলে ফিরে গেল রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার নিরব (৯) নামে সেই শিশুটি।

সোমবার (২৩ আগস্ট) বিকেলে সব আইনি প্রক্রিয়া শেষে পঞ্চগড় সদর থানায় বাবা আজাদ খাঁয়ের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বেনজীর আহমেদ, উপ-পরিদর্শক (এসআই) রাসূ বেগম, উপ-পরিদর্শক (এসআই) ভবেশ চন্দ্র, সময় টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি আব্দুর রহিম, চ্যানেল এস এর আব্দুর রউফ, সাংবাদিক মনজুর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা শিশুটির ফুপা সোহাগ।

শিশুটিকে হাতে তুলে দেওয়া হলে ছেলেকে পেয়ে আনন্দের কান্নায় ভেঙে পড়েন বাবা আজাদ খাঁ।

ছেলেকে ফিরে পাওয়ার পর সবাইকে ধন্যবাদ জানিয়ে বাবা আজাদ খাঁ বাংলানিউজকে বলেন, গত চারদিন ধরে নানা বাড়ি থেকে নিখোঁজ ছিল নিরব। অনেক জায়গায় খোঁজা-খুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে বাংলানিউজের ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকের মাধ্যমে ছেলের সন্ধান পাই। নিরব পঞ্চগড়ে সাংবাদিক সোহাগ হায়দার ও আব্দুর রহিমের মাধ্যমে থানায় রয়েছে। ছেলেকে ফিরে পাওয়ার সহযোগিতা করায় সাংবাদিকসহ পঞ্চগড় সদর থানার পুলিশ সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর থেকে আমতলী চান্দুরায় নানাবাড়িতে যায় নিরব। সেখান থেকে কাউকে না কিছু বলে ভুল করে ট্রেনে করে পঞ্চগড় চলে আসে। শনিবার (২১ আগস্ট) দিনগত রাতে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের স্টেশন এলাকার সিএমবি রাস্তার সামনে থেকে স্থানীয় ব্যবসায়ী মাসুদ শিশুটিকে পেয়ে সময় টেলিভিশনের সাংবাদিক আবদুর রহিমকে জানায়। পরে তার অসহযোগিতায় থানা পুলিশের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়। সকালে বাংলানিউজের পঞ্চগড় প্রতিনিধি সোহাগ হায়দার খবর পেয়ে থানায় গিয়ে শিশুদের তথ্য নিয়ে খোঁজ শুরু করেন। আধা ঘণ্টার ব্যবধানে রোববার (২২ আগস্ট) দুপুরে বাংলানিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মেহেদী নূরের সহযোগিতায় শিশুটির বাবাকে খুঁজে পাওয়া সম্ভব হয়। পরে সোমবার বিকেলে সব আইনি প্রক্রিয়া শেষে থানা পুলিশের মাধ্যমে শিশুটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া বাংলানিউজকে বলেন, সব আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। শিশুটিকে তার বাবা মায়ের কোলে ফিরে যেতে সহযোগিতা করায় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।