ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মার্তাবাজার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. মিস্টার (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মিস্টার গাজীপুর সিটি করপোরেশনের মেট্রোপলিটন সদর থানার মধ্য ভূরুলিয়া এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে।

সোমবার (২৩ আগস্ট) দুপুরে জয়দেবপুর-কাপাসিয়ার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার বাংলানিউজকে জানান, দুপুরে মোটরসাইকেল আরোহী মিস্টার জয়দেবপুরের দিকে যাচ্ছিল। এসময় কালীগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মিস্টারের। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।