ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

‘প্রবাসীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
‘প্রবাসীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে’ 

ঢাকা: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশফেরত কর্মীদের আর্থসামাজিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসীদের জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া তাদের পুনর্বাসনের প্রয়োজনীয় পরামর্শসহ দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।  

সোমবার (২৩ আগস্ট) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত ‘বাংলাদেশের প্রত্যাবাসিত অভিবাসী শ্রমিকদের মহামারি ও দুর্দশা: বঙ্গবন্ধুর ভিশন, অর্জন ও সামনের পথ’ বিষয়ক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রবাসীরা বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আর তা দেশে পাঠিয়ে আমাদের অর্থনীতির চাকাকে সচল রেখেছে। তারা হল প্রকৃত রেমিটেন্স যোদ্ধা। তাদের এ রেমিটেন্স বৈধভাবে দেশে পাঠানোর জন্য ২ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে। সে কারণে দেশে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে।  

ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন- বিইউপির ভিসি মেজর জেনারেল মো. মুশফিকুর রহমান, প্রো-ভিসি প্রফেসর এম আবুল কাশেম মজুমদার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম মজুমদার প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. রুমানা ইসলাম।

এরপর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক ৪০টি প্রশিক্ষণ কার দেওয়া অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে প্রশিক্ষণে গুরুত্ব দিয়েছে সরকার। যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিদেশে দক্ষ কর্মী পাঠাতে পারলে গুণগত শ্রম অভিবাসন নিশ্চিত করা যায়। এছাড়া অধিক পরিমাণে রেমিটেন্স প্রবাহ নিশ্চিত হবে।  

তিনি বলেন, আজ ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৩২টি প্রশিক্ষণ কার ও ৮টি ট্রাক হস্তান্তর করেছি। তিনি সব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষসহ সব শিক্ষককে ড্রাইভিং শেখার পরামর্শ দেন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একই মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। সভাপতিত্ব করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।