ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এখনও থামেনি: মেয়র জাহাঙ্গীর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এখনও থামেনি: মেয়র জাহাঙ্গীর 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের খুনিরা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করেই ক্ষান্ত হননি। তারই ধারাবাহিকতায় তারা ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলা চালান।

১৫ আগস্ট এবং ২১ আগস্ট একই সূত্রে গাথা। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এখনও থেমে যায়নি।  

সোমবার (২৩ আগস্ট) দুপুরে গাজীপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ গাজীপুর মহানগর শাখা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কবির আহম্মেদ মণ্ডলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) সামসুন্নাহার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সদস্য আব্দুল হাদী শামীমসহ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১ 
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।