ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

‘আগস্ট এলেই ষড়যন্ত্রকারীরা আ.লীগকে ধ্বংসে তৎপর হয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
‘আগস্ট এলেই ষড়যন্ত্রকারীরা আ.লীগকে ধ্বংসে তৎপর হয়’

ঢাকা: আগস্ট মাস এলেই আওয়ামী লীগকে ধ্বংসের জন্য ষড়যন্ত্রকারীরা তৎপর হয়ে ওঠে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। এ ষড়যন্ত্র কিন্তু থেমে নেই।

বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সবাইকে সতর্ক থাকতে হবে। সবাই মিলে যেকোনো প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।  

সোমবার (২৩ আগস্ট) বিকেলে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

বিটিসিএল শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন-সিবিএ রাজধানীর পরীবাগে বিটিসিএল ভবন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দুর্দান্ত সাহসী, অনন্য মানবিকগুণের অধিকারী ও ত্যাগী নেতা ছিলেন। তার সাহস ও ত্যাগে এ জাতি স্বাধীনতা পেয়েছে। তিনি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। বাংলার মীরজাফররা তার স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি।  

তিনি বলেন, দেশের জন্য ত্যাগ স্বীকার করলে তা কোনোদিন বৃথা যায় না। দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ ও আদর্শকে বুকে ধারণ করে দেশকে তার স্বপ্নের সোনার বাংলা গড়তে অবদান রাখতে হবে।  

এ সময় প্রতিমন্ত্রী ১৫ ও ২১ আগস্টে শাহাদতবরণকারী শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।  

বিটিসিএল-সিবিএ সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নান, কার্যকরী সভাপতি মো. আলাউদ্দিন মিয়া, সহ-সভাপতি মো. মহসীন ভূঁইয়া, অ্যাডভোকেট হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, বিটিএল-সিবিএ মহাসচিব মো. মোজাম্মেল হক সিদ্দিকীসহ বিটিসিএল-সিবিএ নেতারা।  
 
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে শাহাদতবরণকারী সব শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।