ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ওমান যেতে দুই ডোজ টিকা নিতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
ওমান যেতে দুই ডোজ টিকা নিতে হবে

ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধী দুই ডোজ টিকা নেওয়া বাংলাদেশিদের জন্য নিজেদের আকাশপথ উন্মুক্ত করেছে ওমান। এর মাধ্যমে দীর্ঘদিন পর বাংলাদেশিদের জন্য সেখানে ফ্লাইটের অনুমোদন দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (২৩ আগস্ট) ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

ঘোষণায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তানসহ ১৮টি দেশের নাগরিক যাদের করোনা টিকার দু’টি ডোজ নেওয়া আছে তারা এখন থেকে ওমানে প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে।

করোনা সঙ্কট ভয়াবহ রূপ নিলে চলতি বছরের জুলাই মাস থেকে বাংলাদেশসহ ২৩টি দেশের নাগরিকদের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য আকাশপথ বন্ধ করে দেয় ওমান সরকার। দেশটিতে বৈধ-অবৈধ মিলিয়ে মোট বাংলাদেশি অভিবাসী কর্মী আট লাখ। এতদিন ফ্লাইট বন্ধ থাকায় বিপাকে পড়েছিলেন তাদের অনেকেই। তবে দীর্ঘদিন পর হলেও স্বস্তি মিলেছে এসব অভিবাসী কর্মীদের।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এমআইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।