ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।  

সোমবার (২৩ আগস্ট) দুপুরের দিকে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রেজাউল আলম স্বপন, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল, বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিছ, নিতাই ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।