ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ইন্দুরকানীতে মাদরাসা সুপার বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
ইন্দুরকানীতে মাদরাসা সুপার বরখাস্ত

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পশ্চিম চরনী পত্তাশী রহিম উদ্দিন দাখিল মাদরাসার সুপার মো. আমিনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি এম এ কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদরাসার টাকা আত্মসাৎ, ঘুষ কেলেঙ্কারী, শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, স্বেচ্ছাচারিতার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

সোমবার  (২৩ আগস্ট) এক জরুরি সভা ডেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতি আরও জানান, এর আগে সুপারকে দুর্নীতির বিষয়ে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা মানেন নাই। তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে অনিয়ম ও দুর্নীতির বিষয় অস্বীকার করে সুপার আমিনুল ইসলাম বলেন, ভুল বোঝাবুঝির কারণে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।