সিরিয়া ও ইরাকে ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ পানি, খাদ্য ও বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি মানবিক সহায়তা বিষয়ক ১৩টি সংগঠনের সমন্বয়ে তৈরি করা এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
সোমবার (২৩ আগস্ট) কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, ক্রমবর্ধমান তাপমাত্রা, কম বৃষ্টিপাত ও খরার কারণে সিরিয়া ও ইরাকের অনেক মানুষ খাবার পানি থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও কৃষি জমির জন্য প্রয়োজনীয় পানি পাচ্ছেন না তারা। সব মিলিয়ে গত ৭০ বছরের মধ্যে ভয়াবহ খরা পরিস্থিতির মুখোমুখি হচ্ছে সিরিয়া। ফলে তীব্র পানি সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বাড়ার ব্যাপারে সতর্ক করা হয়। এছাড়া সিরিয়া ও ইরাকে জলবায়ু পরিবর্তনের কারণে বিদ্যুৎ সেবা ব্যাহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বাঁধের পানি ফুরিয়ে আসায় এসব অঞ্চলে কমে যাচ্ছে বিদ্যুৎ উৎপাদন। সব মিলিয়ে স্বাস্থ্য সুবিধাসহ প্রয়োজনীয় অবকাঠামোগত কাজে প্রভাব ফেলছে সমস্যাগুলো।
এ ব্যাপারে নরওয়েজিয়ান শরণার্থী বিষয়ক কাউন্সিলের আঞ্চলিক পরিচালক কার্স্টেন হ্যানসেন বলেন, লাখ লাখ সিরিয় ও ইরাকি নাগরিকদের জন্য পানি ও খাদ্য উৎপাদন ব্যবস্থা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে বাস্তুচ্যুত হতে হচ্ছে দুই দেশের কয়েক লাখ নাগরিককে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এসআরএস