ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
রাজবাড়ীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রতীকী

রাজবাড়ী: রাজবাড়ীর ধুনচী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ও ফুপাতো ভাই-বোন।

 

সোমবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- ধুনচী গ্রামের কৃষক মনি চৌধুরীর ছেলে আলিফ (২) ও একই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রমজান শেখের মেয়ে রুমাইয়া (২)।  

আলিফের চাচা সালাম বাংলানিউজকে জানান, বিকেলে সবার অজান্তে বাড়ি পেছনে পুকুরে পড়ে  ডুবে যায় আলিফ ও রুমাইয়া। দীর্ঘ সময় বাড়িতে শিশু দু’টিকে না দেখে খোঁজ শুরু করেন স্বজনরা। একপর্যায়ে ওই পুকুর থেকে তাদের নিথরাবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।  

ওই হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল-মামুন বাংলানিউজকে জানান, পানিতে পড়ে মৃত শিশু দুইটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।