নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীর পানি কমলেও বেড়েছে ভাঙন।
উপজেলার ঝুনাগাছ চাপানি, টেপাখড়িবাড়ী ও খগাখড়িবাড়ী ইউনিয়নে দেখা দিয়েছে এ ভাঙন।
সোমবার (২৩ আগস্ট) টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক বাংলানিউজকে বলেন, তেলিরবাজার এলাকায় স্বেচ্ছাশ্রমে নির্মিত বালুর বাঁধে ভাঙতে শুরু করেছে। এছাড়া কিছু অংশ ধসে পড়েছে।
খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন বলেন, দোহলপাড়া বাঁধের ৬০ মিটার ভেঙে গেছে। এছাড়া তিন দফা বন্যায় ৪০টি পরিবারের জমি নদীগর্ভে চলে গেছে। ভাঙনের মুখে রয়েছে আরও পাঁচটি পরিবার।
বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া শাখায় জানানো হয়েছে বলেও জানান তিনি।
ঝুনাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান বাংলানিউজকে জানান, তিনটি চরের প্রায় ১০০ পরিবারের আবাদি জমি ভাঙনের মুখে পড়েছে। ইতোমধ্যে ৫০টিরও বেশি পরিবার ওই এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরে এসেছে।
এ বিষয়ে পাউবো ডালিয়ার নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বাংলানিউজকে বলেন, কিছু এলাকায় ভাঙনের খবর পেয়ে সেসব স্থান পরিদর্শন করা হয়েছে। তবে প্লাবিত হওয়ার মতো ভাঙন পরিস্থিতি তৈরি হয়নি। তারপরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। এছাড়াও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এসআরএস