ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
নীলফামারীতে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার

নীলফামারী: নীলফামারীর ডিমলায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ। নিহতের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী রয়েছেন।

সোমবার (২৩ আগস্ট) দুপুরে পূর্ব ছাতনাই ইউনিয়নের কলোনী বাজার ও মাস্টারপাড়া এলাকা থেকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পুর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই এলাকার নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় রুমানা বেগমের (২০) মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে, কলোনী বাজার টাওয়ার এলাকার নিজ বাড়ি থেকে শাহ কামাল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। কামাল সেখানকার আমিন ফকিরের ছেলে।

ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয় দুটি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।