ঢাকা: সাভারের চামড়া শিল্প নগরী আপাতত বন্ধ রাখার সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হওয়ায় সংসদীয় কমিটি সুপারিশ করেছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সূত্র জানায়, সংসদীয় কমিটির সদস্যরা সাভারে ট্যানারি শিল্প নগরী পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে শিগগিরই পরিবেশ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। এ ব্যাপারে মন্ত্রণালয় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে ।
এদিকে সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য পরিবেশন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম, রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং শাহীন চাকলাদার বৈঠকে অংশ নেন।
বৈঠকে দেশের বিভিন্ন বনাঞ্চলে জবর দখলকৃত বনভূমি উদ্ধারের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সারাদেশে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়েছে। বনভূমি জবর দখলের বিপরীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৫৬৩৯.১৩ একর ভূমি উদ্ধার করা হয়েছে মর্মে বৈঠকে জানানো হয়। নতুন কোনো ভূমি যাতে বেদখল না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।
ডিজিটাল অভিযোগ সিস্টেমে অনলাইনে অভিযোগ দাখিলের কার্যক্রম চালু আছে। GRS (Grievance Redress System) এর মাধ্যমে প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সভায় জানানো হয়।
বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রস্তুতির লক্ষ্যে পরিবেশ বিশেষজ্ঞদের সমন্বয়ে বৈঠক হয়েছে। যথাযথ পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্য কার্যক্রম অব্যাহত রয়েছে। সাভারস্থ ট্যানারির বর্জ্য পরিশোধন কার্যক্রম আরো সফল করা ও পরিবেশ দূষণমুক্ত রাখার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
বাংলাদোশ সময়: ২৩১৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এসকে/এনটি