রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারীর সদর উপজেলার হরাজিত পূর্বপাড়ার তারিনী চৌধুরী ছেলে সুজিত চৌধুরী (৩০) ও ফুলচাঁন রায়ের ছেলে বিমল রায় (৩১)।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেলটি কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিল। পথে বোয়ালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক ও আরোহী।
বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এসআরএস