ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

লঞ্চের ছাদে ডিজে পার্টি: নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
লঞ্চের ছাদে ডিজে পার্টি: নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

কুমিল্লা: কুমিল্লার তিতাসে লঞ্চের ছাদে ডিজে পার্টির সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া কিশোরের মরদেহ উদ্দার করেছে স্থানীয়রা।  

উদ্ধার হওয়া কিশোরের নাম শামীম হোসেন (১৪)।

সে তিতাস শিবপুর গ্রামের অটোরিকশা চালক আব্দুল মতিনের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাশ।

মঙ্গলবার (২৪ আগস্ট) ভোরে তিতাস নদীর শিবপুর খালের মুখে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেয়।  

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, সোমবার রাত ১০টায় তিতাস নদীতে লঞ্চের ছাদে ডিজে পার্টিতে নাচানাচির একপর্যায়ে নদীর ওপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে প্রায় ১৫ জন দগ্ধ হয়। এসময় পানিতে পড়ে নিখোঁজ হয় শামীম হোসেন। তার মরদেহ ভোরে ভেসে ওঠে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।  

এ ঘটনায় আহতদের মধ্যে গুরুতর দুইজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নেওয়া হয়েছে।  

জানা যায়, বেশ কিছুদিন ধরে উপজেলা প্রশাসন ও তিতাস থানা কর্তৃক এসব নদীতে ডিজে পার্টির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে। পুলিশ কিছু জায়গায় অভিযানও পরিচালনা করে। তবুও থেমে নেই এসব ডিজে পার্টি। সন্ধ্যা থেকে গভীর রাত অবধি চলে কিশোর তরুণদের এসব ডিজে পার্টি।  

** লঞ্চের ছাদে ডিজে পার্টি, বৈদ্যুতিক তারে জড়িয়ে দগ্ধ ১০ 

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।