মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের শেখপাড়া এলাকায় ভ্যানের ধাক্কায় হাদিছুর রহমান (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে আমঝুপি-গাঁড়াডোব সড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাদিছুর ওই এলাকার জসিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাদিছুর সমবয়সী কয়েকজনের সঙ্গে বাড়ির পাশে সড়কের পাশে খেলা করছিল। খেলার একপর্যায়ে দৌঁড়ে সে সড়কে উঠে যায়। এ সময় একটি ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই হাদিছুরের মৃত্যু হয়। ঘাতক ভ্যানচালক পালিয়ে যাওয়া তাকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এসআরএস