ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ডোমারে ট্রেনের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, রেল যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
ডোমারে ট্রেনের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, রেল যোগাযোগ বন্ধ

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় ট্রেনের ধাক্কায় সাকিল হোসেন (২২) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দু’জন।

এ ঘটনায় চিলাহাটি, ডোমার ও নীলফামারী হয়ে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।  

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার চিলাহাটি রেলস্টেশনের কাজিরহাট লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-ট্রাকচালক হাসান মাহমুদ (৩৫) ও ইট ব্যবসায়ী আনিছুর রহমান (৪০)।  

ট্রাকচালক ও হেলপারের বাড়ি নওগাঁয়। আর ইট ব্যবসায়ীর বাড়ি কাজিরহাটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক কাজিরহাট লেভেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা মেইল ট্রেনটি ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন।

চিলাহাটি রেলস্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ করছে। উদ্ধার কাজ শেষ হলেই এ রুটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল হবে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।