নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী খাদিজা বেগম (৪০) নিহত হয়েছেন। এ সময় তার স্বামী মোহাম্মদ সেলিম (৫৬) সহ দু'জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে চিটাগাং রোডের সড়ক ও জনপদ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে নরসিংদী বাবুর হাটে স্বামীর সঙ্গে কাপড় কিনতে আসছিলেন এই নারী।
তিনি জানান, সকালে পথচারী নারীসহ ৩ জনকে ধাক্কা দেয় কাভার্ড ভ্যানটি। এ সময় ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নেওয়া হয়েছে। কাভার্ড ভ্যানটি আমরা আটক করেছি। নিহত ওই নারীর কাছে ৩৪ হাজার টাকা ছিল।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এমআরএ