ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ভাসানচরে পানিতে পড়ে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
ভাসানচরে পানিতে পড়ে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে খেলতে গিয়ে লেকের পানিতে ডুবে তিন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ভাসানচরের চেয়ারম্যানের দীঘিতে (লেক) এ ঘটনা ঘটে।

মৃত রোহিঙ্গা শিশুরা হলো- ৫৪ নম্বর ক্লাস্টারের বি-৯ নম্বর রুমের বাসিন্দা দলিলুর রহমানের দুই ছেলে মো. আনিসুর রহমান আনাস (৬) ও মো. জামাল হোসেন এবং একই ক্লাস্টারের বি-১১ নম্বর রুমের বাসিন্দা আব্দুস সবুরের মেয়ে মোছা. হাফসা (৫)।  

স্থানীয় রোহিঙ্গারা জানান, হাফসার বড় ভাই মো. জুনায়েদসহ চার শিশু সকাল সাড়ে ৯টার দিকে ভাসানচর থানা থেকে দুই কিলোমিটার উত্তর পূর্বদিকের আশ্রয়ণ প্রকল্প-৩ এর চেয়ারম্যান দীঘিতে নেমে খেলছিল। খেলতে খেলতে জুনায়েদ ছাড়া বাকি তিনজন পানিতে ডুবে যায়। পরে জুনায়েদ দৌড়ে এসে নিকটবর্তী ক্লাস্টারের রোহিঙ্গাদের জানালে তারা গিয়ে হাফসা, আনাস ও জামালকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের নিয়ে যান। এসময় হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।