ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কা, মা-মেয়েসহ আহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কা, মা-মেয়েসহ আহত ৩

ঢাকা: রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মা-মেয়েসহ তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অটোরিকশা ও বাসটি জব্দ করেছে পুলিশ।

আহতরা হলেন- নুরুন্নাহার বেগম (৬০) ও তার মেয়ে ইশরাত জাহান চৈতি (২০)। তাদের বাড়ি গাজীপুর বোর্ড বাজার এলাকায়। আর আহত অটোচালক মাসুদ খান (৫৫) থাকেন মোহাম্মদপুরে।

নুরুন্নাহারের মেয়ের স্বামী কবির আহমেদ জানান, গত রোববার (২২ আগস্ট) তারা দু'জন গাজীপুর থেকে গুলশান-১ নম্বর এলাকায় বড় মেয়ের বাসায় বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে আবার বাড়িতে যাওয়ার জন্য গুলশান থেকে রিকশা নিয়ে মহাখালীতে যান। সেখান থেকে অটোরিকশায় করে গাজীপুর যাচ্ছিলেন। পথে অটোরিকশাটি বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোচালকসহ তারা দুইজন আহত হয়।

তিনি আরও জানান, পথচারীরা আহতদেরকে উদ্ধার করে প্রথমে মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে তাদেরকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে তারা।  

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নেসার উদ্দিন জানান, সকালে আমতলীতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি উল্টো পথে অটোরিকশা মেইন রোডে ঢোকার সময় সামনের দিক থেকে আসা বলাকা পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা লাগে। আমরা ঘটনার পরপরই অটোরিকশা ও বাসটি জব্দ করেছি। বাস চালককেও আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ