ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

কাউখালীতে মাদকসহ কারারক্ষী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
কাউখালীতে মাদকসহ কারারক্ষী গ্রেফতার মাদকসহ গ্রেফতার কারারক্ষী

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামে নিজ বাড়ি থেকে মাদকসহ মো. জাহিদুল ইসলাম (৪৩) নামে এক কারারক্ষীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

জাহিদুল ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি বরগুনা জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জসিম বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মাদক বিক্রিকালে নিজ বাড়ি থেকে হাতে নাতে জাহিদুলকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় ২০০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজা। তার বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রীয়াধীন।

জেলা গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, জাহিদুলের নামে আরও তিনটি মাদক মামলা রয়েছে। তিনি ওই মামলায় ইতোমধ্যে সাময়িক বরখাস্ত রয়েছেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বাংলানিউজকে জানান, কারারক্ষী জাহিদুলকে গ্রেফতারের বিষয়টি মৌখিকভাবে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। তবে এখনো থানায় হস্তান্তর করা হয়নি।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।