ঢাকা: রাজধানীর জুরাইন রেলগেট এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৭৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
শ্যামপুর থানার উপ পরিদর্শক (এসআই) নির্মল কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রেলগেট এলাকায় ফ্লাইওভারের নিচ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরনে ছিল নীল রঙের গেঞ্জি ও চেক লুঙ্গি। ধারণা করা হচ্ছে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ওই বৃদ্ধ ভবঘুরে। থাকতেন ফুটপাতেই। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যদি পরিচয় শনাক্ত করা সম্ভব না হয় তাহলে দাফনের জন্য মরদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামে হস্তান্তর করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এজেডএস/কেএআর