ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘মানুষের সেবা করে প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিতে চাই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
‘মানুষের সেবা করে প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিতে চাই’

চাঁদপুর: পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন, আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তার আস্থার প্রতিদান দিতে চাই। ’

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গালিমখা বাংলা বাজার এলাকায় বুধবার (২৫ আগস্ট) দুপুরে মতলব উত্তর উপজেলা বাগানবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে দুর্নীতিমুক্ত থেকে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছি। ভবিষ্যতেও আমি সততা ও নিষ্ঠার সঙ্গে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যেতে চাই। ’
‘মতলব-গজারিয়া সেতু, দাউদকান্দি-মতলব উত্তর আঞ্চলিক মহাসড়ক, বেড়িবাঁধ রক্ষাসহ মতলবের সব উন্নয়ন কাজ বাস্তবায়ন হবে,’ আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

পথসভায় আরও বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম আব্দুল কুদ্দুস।

পরে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন।  

জানা যায়, দুইদিনের সফরে প্রতিমন্ত্রী চাঁদপুরে এসেছেন। বিকেলে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এছাড়া বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে তিনি চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেবেন এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন। এরপর শহররক্ষা বাঁধ পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে চাঁদপুর ত্যাগ করবেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।