ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

খন্দকার মোশতাকের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
খন্দকার মোশতাকের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত খন্দকার মোশতাকের ছেলে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন কুমিল্লার এক আদালত।

খন্দকার জাবির আহাম্মেদ সারোয়ার নামে এক ব্যক্তির দায়ের করা প্রতারণার মামলায় তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বুধবার (২৫ আগস্ট) বিকেলে কুমিল্লার ৩ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মাহবুব খান এ পরোয়ানা জারি করেন। আদালত দাউদকান্দি থানা পুলিশকে ইশতিয়াককে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার আহমেদ।  

তিনি জানান, ইশতিয়াক বিদেশে পলাতক থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন। পাশাপাশি জালিয়াতি করে নিজ পরিবারের সদস্যদের সম্পত্তি বিক্রিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় মামলা হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, খন্দকার মোশতাকের বাবা খন্দকার কবির উদ্দিনের পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে। মৃত্যুকালে কবির উদ্দিন অঢেল সম্পত্তি রেখে গেছেন। পরিবারের সিদ্ধান্ত অনুসারে কবির উদ্দিনের কিছু সম্পত্তি কল্যাণমূলক কাজের জন্য ট্রাস্টের নামে লিখে দেওয়া হয়। এছাড়া ওয়ারিশ সূত্রে বংশের সব সদস্যরা বাকি সম্পত্তির মালিক হলেও কবির উদ্দিনের সপ্তম সন্তান মোশতাকের একমাত্র ছেলে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু বংশের অন্য সদস্যদের সম্পত্তি জোরপূর্বক দখলে রেখেছেন।

মামলার বাদী খন্দকার জাবির আহাম্মেদ সারোয়ার সাংবাদিকদের বলেন, খন্দকার ইশতিয়াক আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন। তিনি কানাডায় বসে দাউদকান্দির দশপাড়া গ্রামে একটি সন্ত্রাসী বাহিনী নিয়ন্ত্রণ করছেন। ওয়ারিশদের সই জাল করে কিছু সম্পত্তি বিক্রি করেছেন। এছাড়া আরও কিছু সম্পত্তি বিক্রির চেষ্টাও করছেন। তার নির্দেশে এসব জালিয়াতির কাজ চালিয়ে যাচ্ছেন মোশতাকের বাড়ির কেয়ারটেকার নিজামুদ্দিন।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আসামি খন্দকার ইশতিয়াক আহমেদ বিদেশে পলাতক রয়েছেন বলে জানা গেছে। তবে এখনও তার গ্রেফতারি পরোয়ানার কপি পাইনি। পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।