ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

কল দিলে পৌঁছে যাবে খাবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
কল দিলে পৌঁছে যাবে খাবার ...

ঢাকা: শুধু দরিদ্র নয়, করোনা মহামারীর কারণে খাদ্য সংকটে থাকা যেকেউ ০২২২২২৮১৭৯২ নম্বরে কল দিলে বাসায় জরুরি খাদ্য পৌঁছে যাবে। ‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচির আওতায় ‘আহার হবে সবার ঘরে’ শিরোনামে এ উদ্যোগটি নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  
 
‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচি মূলত প্রাণ-আরএফএল গ্রুপ চালু করে বিভিন্ন দুর্যোগে অসহায়, কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের সহায়তার জন্য। সামাজিক দায়বন্ধতার অংশ হিসেবে এ কর্মসূচির মাধ্যমে গত বছরের মার্চ থেকে করোনায় ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তা ও হাসপাতালগুলোতে সুরক্ষা সামগ্রী দেওয়া হয়।

এ বিষয়ে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, ‘আহার হবে সবার ঘরে’ উদ্যোগটি বিশেষ করে তাদের জন্য যারা করোনায় কাজ হারিয়ে সংকটের মধ্যে আছেন। আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা এক সময় সাবলম্বী ছিলেন কিন্তু করোনার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের এই মুহূর্তে খাদ্য সহায়তা দরকার কিন্তু প্রকাশ্যে চাইতে পারছেন না। আমাদের আহ্বান, তারা যেন নিঃসঙ্কোচে আমাদের নম্বরে ফোন দেয়। আমরা তাদের পরিচয় গোপন রেখে বাসায় খাবার পৌঁছে দিবো। এছাড়া এ উদ্যোগের মাধ্যমে আলাদা ভাবে দেশের বিভিন্ন জেলায় দরিদ্র মানুষের হাতেও সরাসরি খাদ্য সহায়তা তুলে দেওয়া হবে।

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা ‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত এক লাখের বেশি দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আমাদের এবারের লক্ষ্য শুধু দরিদ্র মানুষ নয়, বরং খাদ্য সংকটে থাকা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর পাশে দাঁড়ানো।

প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব করপোরেট ব্র্যান্ড নুরুল আফসার বলেন, জরুরি খাদ্য হিসেবে থাকছে প্রাণ এর চাল, ডাল, তেল, লবন, মুড়ি, টোস্ট ও নুডলস। সহায়তা পেতে আমাদের নির্ধারিত ফোন নম্বর ছাড়াও ই-মেইল করা যাবে [email protected] ঠিকানায়। এছাড়া ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের জানালে তাদের বাসায় আমরা ২৪ ঘণ্টার মধ্যে খাবার পৌঁছে দিবো।

প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তৌহিদুজ্জামান ও উদ্যোগটির মিডিয়া পার্টনার জাগোনিউজ টোয়েন্টিফর ডটকম এর ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউল হক এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।