ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনা সীমান্তে ১৭ লাখ টাকার শাড়ি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
নেত্রকোনা সীমান্তে ১৭ লাখ টাকার শাড়ি জব্দ

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ফান্দা নামক স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ৪৪০ পিস শাড়ি জব্দ করেছে বিজিবি।  

বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), নেত্রকোনা ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপুর উপজেলার বারমারী বিওপি’র জোয়ানরা ভোর সাড়ে ৫টার দিকে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় ফান্দা নামক এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক চোরাই শাড়ি জব্দ করা হয়। তবে এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যান।  

জব্দ করা শাড়িগুলোর মধ্যে রয়েছে ১৭০ পিস লতিকা শাড়ি, ১৪০ পিস শানজানা শাড়ি ও ১৩০ পিস জামদানি শানি।  
     
জব্দকৃত শাড়ির আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ পাঁচ হাজার টাকা। শাড়িগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।