ঢাকা: কঠোর স্বাস্থ্যবিধি মেনে আগামী শুক্রবার (২৭ আগস্ট) থেকে খুলছে রাজধানীর মিরপুরস্থ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা। বৃহস্পতিবার (২৬ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শুক্রবার থেকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক রাজধানীর মিরপুরস্থ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এর আগে স্বাস্থ্যবিধি মেনে আগামী শুক্রবার থেকে জাতীয় চিড়িয়াখানা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে বলে জানিয়েছেন চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ।
চলতি বছর করোনা ভাইরাসের প্রকোপ বাড়লে গত ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় জাতীয় চিড়িয়াখানা। এর মধ্যে গত ১৯ আগস্ট থেকে চিড়িয়াখানা খোলার ঘোষণা দিয়েও দর্শনার্থী ও প্রাণীদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে তা খোলা হয়নি। এর আগে ২০২০ সালে আট মাস বন্ধ থাকার পর নভেম্বরের ১ তারিখে খুলে দেওয়া হয়েছিল এ বিনোদন কেন্দ্রটি।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১, আপডেট: ২০০০
এইচএমএস/জিসিজি/আরবি