গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মাজুখান এলাকায় ট্রেন-অটোরিকশা সংঘর্ষে রফিকুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রফিকুল ইসলাম সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে মাজুখান এলাকায় অরক্ষিত একটি রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এরপর দুপুরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হিমাইদুল জাহেদী জানান, গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার মাজুখান এলাকায় ভাড়া বাসায় থেকে সিএনজিচালিত অটোরিকশা চালতো রফিকুল ইসলাম। সকাল সাড়ে ৯টার দিকে তিনি সিএনজি নিয়ে বের হন। পরে মাজুখান এলাকায় অরক্ষিত একটি রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে এবং ঘটনাস্থলেই অটোচালক রফিকুল ইসলাম মারা যায়। খবর পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
আরএস/ওএইচ/