সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে স্বপন (১৬) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্বপন ওই উপজেলার ছালাভরা গ্রামের মফজ্জল হোসেনের ছেলে। সে স্থানীয় শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ আগস্ট) রাত ৮টা থেকে নিখোঁজ ছিল স্বপন। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মর্গের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এসআরএস