চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌরসভা এলাকার সাতগাড়ী পুনাতনপাড়ায় পুকুরের পানিতে ডুবে ইসলাম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, বিকেলে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যান ইসলাম উদ্দিন। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বাংলানিউজকে জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এসআরএস