ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

‘আফগানিস্তান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
‘আফগানিস্তান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে’

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। বৃহস্পতিবার (২৬ আগস্ট) নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, আফগানিস্তান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত বলতে চাই না। তাহলে ফিরিয়ে আনার প্রক্রিয়া আটকে যাবে।

তিনি বলেন, আটকেপড়া নাগরিকদের ফিরিয়ে আনতে উজবেকিস্তান মিশন কাজ করছে। আমরা সেখানে আটকেপড়া সব বাংলাদেশিকে ফিরিয়ে আনতে চাই। যেখানেই আমাদের দেশের নাগরিকরা আটকাপড়ে, সেখান থেকে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে ব্র্যাকের বেশ কিছু লোক রয়েছে। আমরা ছয় সপ্তাহ আগে ব্র্যাককে সতর্ক করেছিলাম, যে তারা যেন ফিরিয়ে নিয়ে আসে।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।