ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের অনেক লোক নানা কারণে ভারতে যাওয়ার জন্য পাগল। কেউ অসুখের নামে, আর কেউ অন্য কিছু কারণ দেখিয়ে সেখানে যেতে চায়।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, এয়ার বাবল চালু জন্য ভারতকে আমরা অনুরোধ করেছিলাম। তারা বলেছিল ২০ আগস্টের মধ্যে এটা ওপেন করতে পারে। তবে পরিস্থিতি বিবেচনা করে তারা সেটা ওপেন করেনি। তাদের দেশ তারা যদি ওপেন না করে এখানে আমাদের কি করার আছে।
উল্লেখ্য, বাংলাদেশ -ভারতের মধ্যে গত ২০ আগস্ট বিমান যোগাযোগ চালুর কথা ছিল। তবে সেটা চালু হয়নি।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
টিআর/ওএইচ/